Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

*** সিনিয়র সহকারী পরিচালক (বীজ বিপণন), বিএডিসি, ঝালকাঠি কার্যালয়ের তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম ***     যোগাযোগ: বীজ ভবন, কবিরাজ বাড়ি রোড, কৃষ্ণকাঠি, ঝালকাঠি।    ইমেইল: sadsmbadcjhalakathi@gmail.com     ফোন:  02478875218


সাম্প্রতিক কর্মকাণ্ড

১. বীজ সংগ্রহ কার্যক্রম:

২০২৩-২৪ উৎপাদন বর্ষে বীজের আপৎকালীন মজুদ কর্মসূচির আওতায় আমন মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী ব্রিধান৫২ প্রত্যা: ৫৩.৭৮৭ একরে ও বিআর২৩ প্রত্যা: ১৫.০০০ একরে মোট ৬৮.৭৮৭ একরে উৎপাদিত আমন ধানবীজ সংগ্রহ কার্যক্রম সমাপ্ত হয়েছে।

২. বীজ উৎপাদন কার্যক্রম:

২০২৩-২৪ উৎপাদন বর্ষে বীজের আপৎকালীন মজুদ কর্মসূচির আওতায় ব্রিধান৭৪ প্রত্যা: ৩০০.০০  একর ও বঙবন্ধু১০০ মান: ৩০.০০  একর মোট ৩৩০.০০  একর  আবাদি জমিতে বোরো ধানবীজ  উৎপাদনের লক্ষ্যে চুক্তি বদ্ধ চাষীদের মাধ্যমে বিভিন্ন স্কিমে কর্তন শেষে বীজ সংগ্রহ কার্যক্রম চলমান।

৩. বীজ বিক্রয় কার্যক্রম:

২০২৩-২৪ বিতরণ বর্ষে ঝালকাঠি জেলায় বিএডিসি কর্তৃক অদ্যাবধি সরবরাহকৃত মোট ধানবীজ: ১। আমন ৩৬.০৩ মে.টন  ২। ডাল-তেল ও অন্যান্য ৪৫.৬৩৮ মে.টন  ৩। বোরো ধানবীজ ১২৫.৯৭ মে.টন। এছাড়া বিএডিসি বিক্রয় কেন্দ্রে বিভিন্ন জাতের গ্রীষ্মকালীন সবজী বীজ জেলার কৃষকদের মাঝে ও আউশ ধানবীজ ডিলার পর্য ায়ে/ বিক্রয় কেন্দ্রে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে।