Wellcome to National Portal
Main Comtent Skiped

Welcome to the information of Senior Assistant Director (Seed Marketing), BADC, Jhalkathi Office


সিটিজেন চার্টার

১৯৬১ সনের ১৬  অক্টোবর তারিখে ৩৭নং অধ্যাদেশ বলে ইস্ট পকিস্তান এগ্রিকালচারাল ডেভলপমেন্ট কর্পোরেশন (ইপিএডিসি) প্রতিষ্ঠা লাভ করে । বা বর্তমানে বাংলাদেশ কৃষিউন্নয়ন কর্পোরেশন(বিএডিসি) নামে পরিচিত। কৃষি মন্ত্রনালয়ের অধীনস্ত সংস্থ্য হিসাবে বিএডিসি কৃষি উপকরন ও প্রযুক্তি সমূহ কৃষকদের মাঝে সরবারহকরনে এবং দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ন করে তোলা ও জনগনের খাদ্য নিরাপত্তা অর্জনে অব্যাহত ভূমিকা পালনে সহায়তা করতে অঙ্গীকার বদ্ধ। এ অঙ্গীকার বাস্তবায়নে বিএডিসির প্রশাসন উহং অর্থউহং বীজ ও উদ্যান উহং ক্ষুদ্র সেচ উহং এবং সার ব্যবসহাপনা উহং একযোগ কাজ করে চলছে।

                                                  ১/ সেবাসমূহ/কার্যবলী

 

বাংলঅদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ১৯৬১, জাতীয় কৃষি নীতি ১৯৯৯ এবং বিএডিসি পূর্নগঠনু১৯৯৯ অনুসরনেঃ

১.০১।বীজনীতি সংক্রন্ত পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়নের জন্য সরকারকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান।

১.০২।ক্ষুদ্রসেচ উন্নয়নের লক্ষ্য পানি সম্পাদ উন্নয়নে প্রয়োজনীয় নীতিমালা প্রনয়ন ও বস্তবায়নে সরকারকে পরামর্শ প্রদান।

১.০৩। সরকারী ও বেসরকারী উদ্যেগে সার আমদানী সংক্রান্ত প্রক্রিয়ার প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগীতা প্রদান ।

১.০৪। সার সংক্রান্ত নীতিমারা প্রনয়ন এবং বাস্তবায়নে সরকারকে প্রয়োজনীয় তথ্য সরবারহ ও পরামর্শ সেবা প্রদান ।

১.০৫। জমিতে রাসায়নিক সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধকরন ।

১.০৬। রাসায়নিক সার সংগ্রহ, সংরক্ষনপূর্বক  তা কৃষকদের মাঝে বিতরন ।

১.০৭। যান্ত্রিক চাষ পদ্ধতি ও সেচ কাজে পাওয়ার পাম্পের ব্যবহার প্রবর্তন ।

১.০৮। গভীর ,অগভীর ও হস্তচালিত নলকূপ সহাপনের মাধ্যমে সেচ সুবিধা প্রদান ।

১.০৯। গবেষনা প্রতিষ্ঠান হতে সংগৃহীত Breeder Seedদ্বারাFoundation Seed উৎপাদন যা পরবর্তীতে রেজিস্টাড সীড উৎপাদন পূর্বক কৃষকদের মধ্যে বিতরন।

১.১০। উৎপাদিত বীজ প্রক্রিয়াজাত পূর্বক কৃষকদের নিকট বিতরন ।

১.১১। ফসলের জমিতে সময়মত কিটনাশক ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধকরন ও সরবারহ।

১.১২। দেশের অর্থ - সমাজিক উন্নয়নের জন্য নিজস্ব সম্পাদের সর্বোচ্চ ব্যবহারের মধ্যমে  জাতীয় কৃষি নীতি , কর্মসূচি এবং প্রকল্প সমূহ বস্তবায়ন করা ।

১.১৩। প্রতিযোগিতামূলক বাজারে কৃষকদের জন্য ন্যায্যমূল্যে কৃষি উপকরন ( বীজ,সার, সেচ সুবিধা ইত্যাদি )সরবরাহ নিশ্চিত করা এবং উপকরন বিতরন ব্যবসহা বেসরকারী করনের ফলে কৃষক পর্যয়ে উদ্ধুত সমসাবলী দূরীকরনের লক্ষ্যেকৃষি বাজার ব্যবসহাপনার উন্নয়ন করা।

১.১৪। কৃষি খামার যান্ত্রিকীকরন ব্যবসহার উন্নয়ন করা।

১.১৫। কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিজ্ঞানী কর্তৃক উদ্বাবিত উন্নত জাতের বীজ উৎপাদন ও বিতরন কার্যক্রমকে ত্বরান্বিত করা।

১.১৬। কৃষক, ব্যবসায়ী,এবং বানিজ্য সংগঠকদের কৃষি ব্যবসা উদ্যোগকে সহযোগিতা, সহায়তা ও উৎসহ প্রদান করা এবং সরকার কতৃক নিদ্ধারিত / ঘোষিত অনান্য সেবাসমুহ প্রদান করা ।

১.১৭।উন্নত বীজ উৎপদন ,সংগ্রহ প্রক্রিয়াজাতকরন, সংরক্ষন, বিপনন ও সীমিত আকারে বীজ শিল্প উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠান /ব্যক্তিকে সেবা প্রদান ।

১.১৮। সঞ্জী,চারা কলম এবং উদ্যান ফসলের উন্নয়ন ও বাজার সম্প্রসারন ।

১.১৯। ক্ষুদ্রসেচ সুবিধা প্রদান, সেচ ব্যবসহাপনা উন্নয়ন, সেচ সম্প্রসারন ও সেচ দক্ষতা বৃদ্ধির উপর কৃষক প্রশিক্ষন ।

১.২০। পানি সম্পাদ জরিপ, পানির গুনাগুন পরীক্ষা পরিবীক্ষন ও তথ্য সেবা প্রদান।

১.২১। দানা জাতীয় শস্য,পট ও অন্যান্য শস্যবীজ উৎপাদন ও উন্নতমানের বীজ উৎপাদনে সার্বিক সেবা প্রদান।

১.২২।শংকর বীজ উৎপাদন ও বাজারজাত করন।

১.২৩। আলুসহ উদ্যান ফসলের বীজ/চারা উৎপাদনের পাশাপাশি ব্যক্তিখাতে বানিজ্যিক উৎপাদনের নিমিত্রে প্রয়োজনীয় প্রশিক্ষন ও কারিগরি সেবাপ্রদান ।

১.২৪। উদ্যান ফসলের অভ্যন্তরীন /রপ্তানী বাজার সম্প্রসারনের ভৌত সুবিধা ও প্রযুক্তিগত উন্নয়ন এবং এতদসংক্রান্ত সহায়ক সেবা প্রদান ।

১.২৫। ক্ষুদ্রসেচ উন্নয়নের লক্ষে পানি সম্পাদ উন্নয়ন এবং সরোজমিন দক্ষ সেচ ও পানি ব্যবসহাপনা ( On farm water management) কর্মসূচি বাস্তবয়ন।

১.২৬। সেচ এলাকা বৃদ্ধির জন্য সল্প,মধ্য ও দীর্ঘ মেয়াদী প্রকল্প মূল্যায়ন ও দিক নিদের্শনা প্রদান এবং

১.২৭। সমন্বিত ও আঞ্চলিক কৃষি উন্নয়সচ ব্যবসহাপনা বাস্তবায়ন এবং সেচ ব্যবসহাপনায় জরুরী সেবা প্রদান।